Home / মিডিয়া নিউজ / কৃতি-কে ৩০৯ নাম্বার বান্ধবী করতে চান গুণমুগ্ধ সঞ্জয় দত্ত

কৃতি-কে ৩০৯ নাম্বার বান্ধবী করতে চান গুণমুগ্ধ সঞ্জয় দত্ত

পানিপথ-এ অসাধারণ অভিনয় করেছেন কৃতি শ্যানন। পরিচালক আশুতোষ গোয়াড়িকরের সিনেমায়

কৃতি যেভাবে অভিনয় করেছেন, তা দেখে আপ্লুত হয়ে গিয়েছেন সঞ্জয় দত্ত। সেই জন্য কৃতি

শ্যাননকে তার ৩০৯ নম্বর বান্ধবী তৈরি করতে কোনো আপত্তি নেই বলে জানান। অর্থাত কৃতি

শ্যাননের অভিনয় দেখে তাকে ৩০৯ নম্বর বান্ধবী করে নিতে চান বলে জানান সঞ্জয়। কি অবাক লাগছে শুনে?

সম্প্রতি কপিল শর্মার শোয়ে হাজির হয় টিম পানিপথ। অর্জুন কাপুর, কৃতি শ্যাননের সঙ্গে কপিলের শোয়ে আসেন সঞ্জয় দত্ত-ও। সেখানেই কৃতির সম্পর্কে সঞ্জয় দত্তকে জিজ্ঞাসা করেন কপিল শর্মা। কপিলের প্রশ্নের উত্তরেই এ কথা জানান পানিপথের আহমেদ শাহ আবদালি।

প্রসঙ্গত সঞ্জয় দত্তের বায়োপিক সঞ্জু-তে নিজের ৩০৮ জন বান্ধবীর কথা জানান স্ক্রিনের মুন্নাভাই। অর্থাত রণবীর কাপুরের মুখে উঠে আসে সঞ্জয় দত্তের জীবনের ৩০৮ জন বান্ধবীর কথা। সঞ্জুর সেই প্রসঙ্গ টেনেই এবার নিজের শোয়ে সঞ্জয় দত্তের দিকে প্রশ্ন ছুঁড়ে দেন কপিল। যদিও পুরোটাই চলে মজার ছলে।

প্রসঙ্গত পরিচালক আশুতোষ গোয়াড়িকরের সিনেমা পানিপথ-এ অভিনয় করছেন সঞ্জয় দত্ত। এই সিনেমায় যেমন সদাশিব রাও ভাও-এর চরিত্রে অভিনয় করছেন অর্জুন কাপুর। অর্জুনের স্ত্রীর ভূমিকায় অর্থাত সাবিত্রীবাই-এর চরিত্রে দেখা যাবে কৃতি শ্যাননকে।

অন্যদিকে আহমেদ শাহ আবদালির ভূমিকায় অভিনয় করছেন সঞ্জয় দত্ত। পানিপথ-এর ট্রেলার মুক্তি পাওয়ার পরই আবদালির ভূমিকায় অভিনয়ের পরে দর্শকদের প্রশংসা কুড়োতে শুরু করেছেন সঞ্জয়।

About Nusraat

Check Also

‘আমি কোনো ফকিরনি পরিবারের মেয়ে না’, নীলা চৌধুরীকে শাবনূর

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৪ বছর পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত প্রতিবেদন প্রকাশের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *