





ভারতীয় সিনেমা জগতের অন্যতম নায়ক তাপস পাল চলে যাওয়ায় কোলকাতায় শোকের ছায়া নেমে






এসেছে। এই নায়কের সম্পর্কে ভারতীয় বিনোদন জগতের অনেক অভিনেতা-অভিনেত্রীরা নানা রকম






কথা বলছেন। এবার এই জনপ্রিয় নায়কের বিষয়ে কথা বলেন, অভিনেতা সোহম চক্রবর্তী। তিনি নায়ক






তাপস পালের সম্পর্কে কথা বলতে গিয়ে অনেকটা আবেগ আপ্লুত হয়ে পড়েন।






কী বা বয়স হয়েছিল! ৬১ বছর বয়সটা তো কিছুই নয়! তাপস আঙ্কল যে এ ভাবে আচমকা চলে যাবে, তা ভাবতেই পারছি না। বলতে গেলে ছোট থেকে এদের কোলেই বড় হয়েছি। আমার দ্বিতীয় ছবি ’নয়নমণি’-তেই তাপস আঙ্কল আমার বাবার ভূমিকায় অভিনয় করেছিল। তারপর ওর সঙ্গে ’মঙ্গলদীপ’-এ কাজ করার সুযোগ হয়েছিল। বয়সের গণ্ডি পেরিয়ে যাওয়ার পর বড় হয়ে একের পর এক ওর সঙ্গে ছবিতে কাজ করেছি। আজ যেমন ’দানব’ ছবিটার কথা খুব মনে পড়ছে।
তাপস আঙ্কলের সঙ্গে অনেক স্মৃতি রয়েছে আমার। তার কাছে আমি আদরের ’বিট্টু’। তাপস আঙ্কল খাদ্যরসিক ছিল। আমার মনে আছে, আমরা দু’জনে একসঙ্গে খেতে বসতাম। খুব প্যাম্পার করত আমাকে।
আমাদের কাছে তাপস আঙ্কল মানেই, একটার পর একটা ব্লকবাস্টার ছবি। সে ’দাদার কার্তি’ হোক, ’সাহেব’ হোক বা ’গুরুদক্ষিণা’ কিংবা ’আপন আমার আপন’। যে শূন্যস্থান তাপস আঙ্কল তৈরি করে গেল, তা কখনও পূর্ণ হওয়ার নয়।
উল্লেখ্য, তাপস পালের সাথে অভিনেতা সোহম চক্রবর্তী বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। এই সকল সিনেমা গুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে। তবে তাপস পালের এমন চলে যাওয়া অভিনেতা সোহম চক্রবর্তী মানতে পাড়ছেন না। তিনি বলেন, আমাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক ছিলো। এমনকি আমি তাপস আঙ্কলের কাছ থেকে অনেক পরামর্শ নিতাম বলে জানান অভিনেতা সোহম চক্রবর্তী।