





বাংলা সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্র নায়িকা মৌসুমি। দীর্ঘদিন যাবত সফলতার সাথে বাংলা






সিনেমায় অভিনয় করছেন তিনি। অন্যদিকে তার স্বামী ওমর সানিও ছিলেন, এক সময়ের জনপ্রিয়






চিত্র নায়ক। সিনেমায় অভিনয় করতে গিয়ে মৌসুমির প্রেমে পড়েছিলেন ওমর সানি। তারপর তারা দুজন ভালোবেসে বিয়ে করেন। বর্তমানে সুখেই কাটছে মৌসুমির সংসার জীবন।
কিছুদিন আগে একটি টিভিতে সাক্ষাতকালে মৌসুমি বলেন, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। কিন্তু বর্তমানে এতোটা বেস্ত সময় পার করতে হয় যে, আমরা দুজন দুজনকে ভালোবাসার কথা বলতেই পারিনা। আলাদা করে ভালোবাসি বলার সময়টা হয়ে ওঠেনা। হাজব্যান্ড ওয়াইফের আলাদা একটা সময় পার করা এবং প্রেম করা হয় না।