





বলিউড জায়গাটিতে টিকে থাকা কতটা কষ্ট সাধ্যের সেটা শুধু যারা অভিনয় করেন তারাই ভালো






জানেন। বলিউডের নামী মডেল গীতাঞ্জলি নাগপালের কথা অনেকেরই মনে আছে। শত চেষ্টা করেও






টিকে থাকতে পরেননি। গ্ল্যামার ওয়াল্ডের চোখ ধাঁধানো তারার দুনিয়া থেকে অন্ধকারে চলে যান তিনি। ২০০৭ সালে আচমকা এক দিন গীতাঞ্জলীকে রাস্তায় উদ্দেশ্যহীন ভাবে ঘুরতে দেখা যায়। সে সময় চোখে-মুখে, শরীরের কোথাও গ্ল্যামারের চিহ্নমাত্র ছিল না। পথের ভিখারীর সঙ্গে গীতার কোনো পার্থক্য ছিল না। সম্প্রতি একটি ঘটনায় আবারও গীতাঞ্জলীর স্মৃতিটা সামনে এসে দাঁড়ায়। মিতালি শর্মা নামে দিল্লির বাসিন্দা মেয়েটির বলিউডের পর্দায় কাজ করার স্বপ্ন ছিল। মডেল হিসাবে বেশ নামও করেছিলেন মিতালি। কাজ করেছিলেন বেশ কয়েকটি আঞ্চলিক ভাষার চলচ্চিত্রে। মডেলিং পেশাকে বেছে নেয়ায় বাবা মাও তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। মিতালিও গ্ল্যামার ওয়ার্ল্ডের কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে পারেননি শেষ পর্যন্ত। কাজ পাচ্ছিলেন না অনেক দিন ধরেই। আত্মীয়-স্বজন কারো সঙ্গেই তার সম্পর্ক নেই। তাই মুম্বইয়ের লোখান্ডওয়ালায় রাস্তায় ভিক্ষে করে পেট চালাতেন। সম্প্রতি চুরি করতে গিয়ে ধরা পড়ে যান তিনি। মুম্বই পুলিশ একটি পত্রিকাকে জানায়, টানা দু’দিন ধরে কিছুই খাননি মিতালি। ওশিওয়াড়ার একটি হাউজিং সোসাইটির কাছে গাড়ির কাচ ভাঙতে যাচ্ছিলেন তিনি। তখনই ধরা পড়ে যান পুলিশের হাতে। এ মুহূর্তে পুলিশি হেফাজতে রয়েছেন মিতালি। অবশ্য থানায় নয়। একটি মানসিক হাসপাতালে রাখা হয়েছে তাকে।