





কানাডায় অনুষ্ঠিত \’স্বর্ণালী সন্ধ্যা দ্য বিটস অব বাংলাদেশ\’ নামে সাংস্কৃতিক একটি অনুষ্ঠানে






অংশগ্রহণ শেষ করে ঢাকায় ফিরেছেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। বিষয়টি সামাজিক যোগাযোগের






মাধ্যম ফেসবুকে নিশ্চিত করেছেন তিনি। ২৫ আগস্ট, রেলসাইড রোড, টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠিত হওয়া এ অনুষ্ঠানে আরও অংশ নিয়েছিলেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, চিত্রলেখা গুহ, নির্মাতা বদরুল আনাম সৌদ ও শিল্প নির্দেশক উত্তম গুহ। সেখানে ওই অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি কানাডার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন তারা। ঘুরে বেড়ানোর পাশাপাশি তারা তাদের কানাডা ভ্রমণের বিভিন্ন ছবি ও নানা অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন নিয়মিত। তারকাদের সেই পোস্টে দেখা যায় এই ভ্রমণে যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তবর্তী নায়াগ্রা জলপ্রপাতে দেখতে গিয়েছিলেন তারা। সেই সঙ্গে অনুষ্ঠান শুরু হওয়ার আগে তাদের একসঙ্গে রিহার্সেলের কিছু ছবিও পোস্ট করেন এ তারাকারা।