





ঢাকাই চলচ্চিত্রের মিষ্টি চেহারার অভিনেত্রী পূর্ণিমা। নজরকাড়া গ্ল্যামার এবং সুনিপুণ অভিনয় দক্ষতার






জন্য তিনি দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়। ক্যারিয়ার শুরু করেছিলেন জাকির হোসেন রাজুর






পরিচালনায় একটি সিনেমা দিয়ে। সেখান থেকেই তার পথচলার শুরু এরপর আর তাকাতে হয়নি






পেছনে একের পর এক ব্যবসাসফল সিনেমা তিনি ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছেন যার বিনিময়ে দিয়েছেন






দর্শকদের অবিরাম ভালোবাসা এবং কাজের স্বীকৃতিস্বরূপ তিনি অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
ঢাকাই চলচ্চিত্র অভিনেত্রী পূর্ণিমার আলোয় আলোকিত হয়ে আছে দীর্ঘদিন ধরে। সাড়া জাগানিয়া এই অভিনেত্রী তাঁর সুনিপুণ অভিনয় ও বাড়বাড়ন্ত গ্ল্যামার দিয়ে দর্শককে মন্ত্রমুগ্ধ করে রাখার বিদ্যা রপ্ত করেছেন বেশ ভালোভাবেই। শুধু কি দর্শক সামলানো? পাকা অলরাউন্ডারের মতো সামলাচ্ছেন ব্যক্তিগত জীবনও। ধর্ম পালনেও মনোযোগী হতে দেখা যায় তাঁকে।
অভিনয়ে ভীষণ ব্যস্ত সময় পার করেন পূর্ণিমা। সেই সঙ্গে উপস্থাপনা, মডেলিংয়েও সময় দেন নিয়মিত। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও ওমরাহ করতে যেতে পারছিলেন না তিনি। তবে এবার ঠিকই সময় বের করেছেন। আজ ওমরাহ পালনের জন্য সৌদি আরব যাচ্ছেন তিনি।
এই ব্যাপারে এনটিভি অনলাইনের সঙ্গে কথা হয় পূর্ণিমার। তিনি বলেন, ’আসলে হুট করেই যাচ্ছি— বিষয়টি এমন নয়। অনেক আগে থেকেই ইচ্ছে ছিল পবিত্রভূমি মক্কা- মদিনায় যাব, ওমরাহ পালন করব। এখন সেখানে যাওয়ার সময়- সুযোগ হয়েছে। আল্লাহ রহমত করেছেন, তাই ইচ্ছেটি পূরণ হতে যাচ্ছে।’
আজই ওমরাহ করতে ঢাকা ছাড়বেন জানিয়ে পূর্ণিমা বলেন, ’সেখানে ৯ দিন থাকব। সবার কাছে দোয়া চাই, সবাই আমার জন্য দোয়া করবেন।’
ওমরাহ পালন শেষে অভিনয় ছেড়ে দিচ্ছেন পূর্ণিমা— এমন খবর চাউর হয়েছে বেশ ভালোভাবেই। তবে বিষয়টিকে স্রেফ ’গুজব’ হিসেবে অভিহিত করেছেন তিনি। তাঁর ভাষায় ’ অনেকেই বলছেন ওমরাহ পালন শেষে আমি নাকি অভিনয় ছেড়ে দেব। কারা, কী কারণে—এ সব কথা ছড়ায়, তা আমি বুঝি না। অভিনয় আমার পেশা আর ধর্ম পালন দায়িত্ব। হজ করলেই আমাকে কেন অভিনয় ছাড়তে হবে?’
১৯৯৮ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ’এ জীবন তোমার আমার’ ছবির মাধ্যমে নায়িকা হিসেবে পথচলা শুরু করেন পূর্ণিমা। এর আগে স্বপন চৌধুরী পরিচালিত ’শত্রু ঘায়েল’ ছবিতে অভিনয় করেছিলেন শিশুশিল্পী হিসেবে। এরই মধ্যে অভিনয় করেছেন শতাধিক ছবিতে। ’ওরা আমাকে ভালো হতে দিলো না’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। বর্তমানে ’জ্যাম’ ও ’গাঙচিল’ শিরোনামে দুটি চলচ্চিত্রে কাজ করছেন তিনি।
সিনেমা জগতের তারকারা তাদের অভিনয় জীবন নিয়ে সীমাবদ্ধ থাকেন তবে অনেকেই দেখা যায় আত্মশুদ্ধির চেষ্টা করেন এবং ধর্মকর্ম নিয়ে বেশ চিন্তা ভাবনায় পড়ে যান অনেক সময়। অনেকে এই কারণে সিনেমা থেকে নিজেদেরকে সরিয়ে নেন আবার কেউ কেউ সিনেমার পাশাপাশি ধর্মকর্মে বেশ মনোযোগ দেন। অভিনেত্রী পূর্ণিমা জানিয়েছিলেন তিনি এবার ওমরা হজ্ব পালন করতে যাচ্ছেন। তবে তিনি অভিনয়কে বিদায় জানাচ্ছেন না।