Home / মিডিয়া নিউজ / শাহরুখের সঙ্গে সৃজিত-মিথিলা

শাহরুখের সঙ্গে সৃজিত-মিথিলা

সৃজিত-মিথিলার সম্পর্ক নিয়ে দুই দেশে বহু জল্পনা চললেও বিষয়টি নিয়ে কেউই প্রকাশ্যে মুখ খোলেননি।

তারা দুজনই বন্ধুর মতো একে অপরের পাশে থাকছেন। সৃজিতের জন্মদিনে মিথিলা গিয়েছিলেন ভারতে।

একসঙ্গে কাটিয়েছেন সময়, রাতের খাবারও খেয়েছেন একসঙ্গে। এ খবর প্রকাশ্যে এলে তাদের প্রেমের

গুঞ্জন ডালপালা মেলে আরও। সম্প্রতি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে আবার দুজনকে দেখা গেল একসঙ্গে।

সৃজিত-মিথিলার সম্পর্কের এই গুঞ্জনের মধ্যেই নির্মাতা ফাহমির সঙ্গে মিথিলার কিছু ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এরপর নিজের ফেসবুক আইডিতে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন মিথিলা। সেখানে তিনি জানান, অন্তরঙ্গ ছবি ফাঁস করায় সাইবার ক্রাইম আইনে তিনি অভিযোগ দায়ের করেছেন।

মিথিলার এই পদক্ষেপে তাকে সাধুবাদ জানিয়েছেন শোবিজের অধিকাংশ তারকারা। সাধুবাদ জানিয়েছেন সৃজিতও। সোশ্যাল মিডিয়ায় মিথিলাকে `টাইগ্রেস’ বলে আখ্যায়িত করেন সৃজিত।

সৃজিত আরও বলেন, অন্যের ছবি এভাবে ব্যবহার করা অন্যায়। মিথিলা যেভাবে পুরো ব্যাপারটা সামলাচ্ছে তাতে আমি গর্বিত।

ভারতীয় গণমাধ্যম এই সময় বলছে, শুক্রবার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গেল মিথিলাকে। সেখানে সৃজিত ও মিথিলা ছবি তোলেন বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে। সেই ছবি ফেসবুকে শেয়ার করেছেন সৃজিত।

About Nusraat

Check Also

‘আমি কোনো ফকিরনি পরিবারের মেয়ে না’, নীলা চৌধুরীকে শাবনূর

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৪ বছর পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত প্রতিবেদন প্রকাশের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *