Home / মিডিয়া নিউজ / বিয়ের জন্য চাপে মৌসুমী হামিদ!

বিয়ের জন্য চাপে মৌসুমী হামিদ!

সুহি ও রিমু বাল্যকালের বান্ধবী। রিমু একটা বেসরকারি সংস্থায় চাকরি করে। সুহির রয়েছে নিজস্ব

বুটিক ব্যবসা। তারা দুই বান্ধবী মিলে নেপালে বেড়াতে যায়। নেপালে বেড়াতে গিয়ে সুহির সঙ্গে রাতুলের

পরিচয় একটি নাইট ক্লাবে। এমন সময় সুহির বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দেয় তার পরিবার। সুহির খুব ইচ্ছা, প্রেম করে বিয়ে করবে। কিন্তু রিমুর সন্দেহপ্রবণ মন।

জগতের সব কিছুতে সে ঝামেলার গন্ধ পায়। এরপর ঘটতে থাকে নাটকীয় সব ঘটনা। গল্পটি মোড় নেয় অন্যদিকে। এমনই গল্প নিয়ে নাজমুল রনি নির্মাণ করেন খণ্ড নাটক ‘লাভ গেইম’।

নাটকটিতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও মৌসুমী হামিদ। এছাড়া আরো দেখা যাবে রিমি করিম, পীরজাদা হারুন, মনিরুল ইসলাম মনির, সানিতা প্রমুখকে। শফিকুর রহমান শান্তনুর রচনায় এটি নির্মাণ করেছেন নাজমুল রনি।

নাটকটি শুক্রবার (১৫ই মার্চ) রাত ৯টায় এসএ টিভির পর্দায় প্রচারিত হবে।

মৌসুমী বলেন, চরিত্রটিতে প্রাণবন্ত অভিনয় করেছি। যে কারণে আমার কাছে মনে হয়েছে একটি দারুণ কাজ হয়েছে। নাটকটির গল্পে ভিন্নতা আছে। আশা করছি, সবাই নাটকটি পছন্দ করবেন।

About Nusraat

Check Also

‘আমি কোনো ফকিরনি পরিবারের মেয়ে না’, নীলা চৌধুরীকে শাবনূর

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৪ বছর পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত প্রতিবেদন প্রকাশের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *