





জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’।






এটি নির্মাণ করছেন ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল। সম্প্রতি এই বায়োপিকে একটি গুরুত্বপূর্ণ






চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেতা আজিজুল হাকিম। তিনি জানান, এতে আবদুর রব সেরনিয়াবাতের চরিত্রে অভিনয় করবেন।
আগামী ৬ ডিসেম্বর থেকে শুটিং ইউনিটের সঙ্গে যুক্ত হবেন এই অভিনেতা। ঢাকার বিভিন্ন লোকেশনে এরই মধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে।
আজিজুল হাকিম বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে নির্মাণাধীন একটি আন্তর্জাতিক মানের চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পাওয়াটা একজন অভিনয়শিল্পী হিসেবে আমার জন্য সম্মানের ও আনন্দের।’ গত মাসে এসএ হক অলিকের পরিচালনায় সরকারি অনুদানের ‘গলুই’ চলচ্চিত্রের কাজ শেষ করেছেন আজিজুল হাকিম।