Home / মিডিয়া নিউজ / সানিকে হাতে কলমে শাড়ি পরা শিখালেন সালমান

সানিকে হাতে কলমে শাড়ি পরা শিখালেন সালমান

অভিনয়, গান, নাচের পাশাপাশি বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান একজন দক্ষ

উপস্থাপকও। প্রায়ই তাকে এ ভূমিকায় দেখা যায়। উপস্থাপনার সময় নানা বৈচিত্র্যময় কাণ্ড ঘটিয়ে সালমান প্রায়ই খবরের শিরোনাম হন।

২০১৪ সালের জানুয়ারিতে স্টার গিল্ড অ্যাওয়ার্ড উপস্থাপনা করে বেশ হইচই ফেলে দিয়েছিলেনন সালমান খান। সব বৈরিতা ভুলে সালমান ওই অনুষ্ঠানের মঞ্চেই দীর্ঘ সময় পর শাহরুখ খান ও অভিষেক বচ্চনের কাঁধে কাঁধ মিলিয়েছেন।
তবে সবকিছু ছাপিয়ে যায়, মঞ্চে সালমানের করা অন্য আরেকটি কীর্তি। অনুষ্ঠানের এক পর্বে বলিউডের আলোচিত তারকা সানি লিওনকে ডেকে নেন সালমান। হাজারো দর্শকের সামনে মঞ্চেই সানিকে হাতে কলমে শাড়ি পরা শিখিয়েছেন সালমান।
সম্প্রতি সেই শাড়ি পরানোর সময় তোলা ছবিগুলো দিয়ে তৈরি ভিডিও ফের ভাইরাল হয়েছে। সালমানের শাড়ি পরানোর স্থির ছবি দিয়ে তৈরি ভিডিও ইউটিউবে এ পর্যন্ত প্রায় পাঁচ কোটি বার দেখা হয়েছে।

About Nusraat

Check Also

‘আমি কোনো ফকিরনি পরিবারের মেয়ে না’, নীলা চৌধুরীকে শাবনূর

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৪ বছর পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত প্রতিবেদন প্রকাশের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *