Home / মিডিয়া নিউজ / এ কী কাণ্ড! কী এমন ঘটল যে প্রকাশ্যে কান ধরতে বাধ্য হলেন দেব?

এ কী কাণ্ড! কী এমন ঘটল যে প্রকাশ্যে কান ধরতে বাধ্য হলেন দেব?

এ কী কাণ্ড! কী এমন ঘটল যে প্রকাশ্যে কান ধরতে বাধ্য হলেন দেব? কালী পুজোর

উদ্বোধনে গিয়েছিলেন অভিনেতা দেব। কিন্তু, সেখানে গিয়ে আচমকা এমন পরিস্থিতির

সামনে পড়তে হবে, তা বোধ হয় কল্পনাও করতে পারেননি টলিউডের জনপ্রিয় অভিনেতা। ভাবছেন, কী হল আবার দেবের সঙ্গে?

ভিডিওতে দেখা যাচ্ছে, দেবের সামনে বসে রয়েছেন বর্ষীয়ান গায়িকা ঊষা উত্থুপ। আর সেখানে বসেই দেবের জিন্স সেলাই করে দিচ্ছেন তিনি। বুঝতে পারলেন না তো বিষয়টি?

খুলেই বলা যাক তাহলে। রবিবার কালী পুজোর উদ্বোধনে যান সুপারস্টার দেব। তাঁর পরনে ছিল একটি জিন্স। আর তাই দেখেই যেন খেপে যান ঊষা উত্থুপ।

‘ছেঁড়া’ জিন্স পরেছেন, তা নিয়ে বকাঝকা শুরু করে দেন এই গায়িকা। এরপর নিজেই উদ্যোগ নিয়ে দেবের জিন্স সেলাই করতে বসে যান তিনি। গোটা ঘটনায় দেব বিরক্ত হননি, উল্টে কান ধরতে দেখা যায় তাঁকে। অর্থাত, বর্ষীয়ান অভিনেত্রীর সামনেই কান ধরে বসেন টলিউড সুপারস্টার। ইন্টারনেটে এই ভিডিও প্রকাশ পেতেই তা ভাইরাল হয়ে যায় হু হু করে। প্রসঙ্গত, নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মজা করেই এই ভিডিও শেয়ার করেন দেব।-জিনিউজ

About Nusraat

Check Also

‘আমি কোনো ফকিরনি পরিবারের মেয়ে না’, নীলা চৌধুরীকে শাবনূর

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৪ বছর পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত প্রতিবেদন প্রকাশের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *