Home / মিডিয়া নিউজ / নায়ক হয়ে ফিরবেন প্রয়াত নায়ক মান্নার ছেলে?

নায়ক হয়ে ফিরবেন প্রয়াত নায়ক মান্নার ছেলে?

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক মান্না আমাদের মাঝ থেকেই অনেক আগেই হারিয়ে গেছেন।

যার সিনেমা দেখতে হলগুলোতে আর টিভি সেটের সামনে লেগে যেতো তুমল ভিড়। আজ সেই

জনপ্রিয় নায়ক আমাদের মাঝে আর নেই। প্রয়াত নায়ক মান্নার জন্ম টাঙ্গাইলে আর তার পুরো নাম

এস এম আসলাম তালুকদার। রেখে গেছেন তার স্ত্রী ও ছেলেকে আর অসংখ্য গুণগ্রাহী। মান্নার মৃত্যুর সময় তার স্ত্রী-সন্তানকে দেখা গেলেও পরবর্তীতে আর তাদের দেখা মিলেনি। প্রয়াত নায়কের স্ত্রী পেশায় ছিলেন একজন বিমানবালা।
তবে বহুবছর পর খোঁজ নিয়ে জানা গেলো তারা দুজনই আছেন প্রবাসে। ছেলে সিয়াম ইলতিমাস বিদেশের কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনা করছেন। সেই ছোট্ট সিয়াম আজ অনেক বড় হয়ে গিয়েছে, নেট দুনিয়ায় হঠাৎই দেখা মিললো তার। মান্না ছিলেন দেশের সেরা জনপ্রিয় নায়ক, তার রয়েছে কোটি কোটি ভক্ত। যার রয়েছে কোটি ভক্ত তার প্রতি সবার অন্যরকম একটা কৌতূহল থাকে।

চিত্রনায়ক মান্নার ছেলে সিয়াম ইলতিমাসের এই লাইফস্টাইল দেখে মান্না ভক্তরা ভেবেছে যে তাদের প্রিয় নায়কের ছেলেও যদি নায়ক হয়ে ফিরে আসে। তবে এ সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মনে করছেন অনেকে।

About Nusraat

Check Also

‘আমি কোনো ফকিরনি পরিবারের মেয়ে না’, নীলা চৌধুরীকে শাবনূর

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৪ বছর পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত প্রতিবেদন প্রকাশের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *