





খ্যাতির বিড়ম্বনা বলে কথা, তারকার তমকা গায়ে লাগে অথচ সমালোচনার শিকার হবে না ,






এমনটা কখনো হয়নি, এবার সমালোচনার ঝড়ে ভাসলেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর।






বই প্রকাশ অনুষ্ঠানে গিয়ে বইটাই উল্টো করে ধরে হাসি ঠাট্টার খোরাক হলেন এই অভিনেত্রী।






ভারতীয় গণমাধ্যম জিনিউজের খবরে বলা হয়েছে, সম্প্রতি নয়াদিল্লিতে হরিন্দর সিক্কার জনপ্রিয় বই
’কলিং সেহমত’-এর হিন্দি সংস্করণের প্রকাশ অনুষ্ঠানে গিয়েছিলেন জাহ্নবী। সেখানে গিয়েই
এই কাণ্ড ঘটান শ্রীদেবী কন্যা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে শুরু হয় নেটিজেনদের হাসি ঠাট্টা।
এক নেটিজেন ঠাট্টা করে লিখেছেন, যে বইটাই ঠিক করে ধরতে জানে না, তাকে ডাকা হয়েছে বই প্রকাশ অনুষ্ঠানে। আবার কেউ জাহ্নবীরে ’বোকা’ বলেও কটাক্ষ করতে ভোলেননি।
তবে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের আক্রমণ নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি জাহ্নবী কাপুর।
এর আগে প্রথম ছবি ’ধড়ক’-এর সময় কিছু সংলাপের জন্য সোশ্যাল মিডিয়ায় আক্রমণের শিকার হয়েছিলেন এই অভিনেত্রী। এ ছাড়া তার জিমের পোশাকের জন্য নেটিজেনদের আক্রমণের মুখে পড়েছিলেন জাহ্নবী।