Home / মিডিয়া নিউজ / নায়িকা হওয়ার স্বপ্নে ফের ধোঁকা খেলেন প্রভা

নায়িকা হওয়ার স্বপ্নে ফের ধোঁকা খেলেন প্রভা

’মনপুরা’ ছবির মাধ্যমে ২০০৯ সালেই রুপালী পর্দায় অভিষেক করার কথা ছিল জনপ্রিয় মডেল-অভিনেত্রী

সাদিয়া জাহান প্রভার। বিভিন্ন কারণে সেই সময় এই ছবিতে প্রভার অভিনয় করা হয়নি। এদিকে ১০

বছর পার হওয়ার পরেও বড় পর্দায় অভিষেক হলো না এই মডেলকন্যার। তবে গেল বছর জনপ্রিয়

অভিনেতা ফেরদৌসের সঙ্গে নির্মাতা অঞ্জন আইচের ’রূপবতী’ শিরোনামের একটি ছবিতে প্রভা অভিনয় করবেন বলে সংবাদ প্রকাশ হয়। প্রভাও চলচ্চিত্রে অভিনয় করছেন বলে বিভিন্ন গণমাধ্যমকে জানান। ফের আশা জাগে চলচ্চিত্রে নিজেকে উপস্থাপন করার।
এরইমধ্যে প্রায় এক বছর শেষের দিকে। সেই ছবির এখনো শুটিং শুরু হয়নি। কখন এই ছবির নির্মাণ কাজ শুরু হবে সেটিও জানেন না এই গ্ল্যামারকন্যা।
তিনি আরো বলেন, নির্মাতা আমাকে জানান কিছু সমস্যার কারণে শুটিং কাজ দেরি হচ্ছে। তবে কবে, কখন এই ছবির কাজ শুরু হবে সেটি নির্মাতাই ভালো জানেন। এই ছবির বিষয়ে এর বেশি কিছু আমি জানিনা।
মিডিয়া পাড়ায় গুঞ্জন রয়েছে এই ছবিটি আদৌ নির্মাণ হওয়ার কোনো সম্ভাবনা নেই। ফলে প্রভার বড় পর্দায় আর অভিনয় করা হলো না।
এদিকে এই সময়ে ছোট পর্দার কাজ নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী। একক নাটক ও টেলিছবিতেই প্রভার ব্যস্ততা।

About Nusraat

Check Also

‘আমি কোনো ফকিরনি পরিবারের মেয়ে না’, নীলা চৌধুরীকে শাবনূর

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৪ বছর পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত প্রতিবেদন প্রকাশের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *