





একসময় নাটক ও সিনেমায় নিয়মিত দেখা যেত অভিনেত্রী রোমানা খানকে। মডেলিংয়েও ছিলেন সক্রিয়।






কিন্তু ২০১৫ সালের ৮ আগস্ট যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী এলিন রহমানকে বিয়ের পর পাল্টে যায় দৃশ্যপট।






যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরুর পর সংসারে মনোনিবেশ করেছেন তিনি। এবারের ঈদে






পরিবারের সঙ্গে সময় কাটাতে দেশে ফিরেন এ অভিনেত্রী। এরপর থেকে দেশেই সময় কাটাচ্ছেন তিনি।
দেশে ফিরে কিছু সংবাদমাধ্যমকে রোমানা জানান, আপাতত অভিনয় করার ইচ্ছা নেই তার। ঈদের ছুটিতে মা-বাবা, পরিবার-পরিজনকে সময় দিতে চান তিনি।
এই অভিনেত্রী আরও জানান, যেহেতু ভাগ্যের ওপর কারো হাত নেই, তাই যদি কখনো ক্যামেরার সামনে দাঁড়াতে হয়, তখন দাঁড়াবেন।
স্বামী এলিন রহমানের সঙ্গে অভিনেত্রী রোমানা। ছবি: সংগৃহীত
মিডিয়াতে আপাততও কাজ না করলেও দেশে এসে শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে সময় কাটানো ও যোগাযোগ রাখছেন রোমানা। টেলিভিশন পর্দার অনুষ্ঠানগুলোতে অংশ না নিলেও কাছের ও প্রিয়জনদের পারিবারিক অনুষ্ঠানে যাচ্ছেন তিনি।
৩১ আগস্ট অভিনেত্রী রিচি সোলায়মানের মেয়ে ইলমার জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন রোমানা। সে সময় উপস্থিত ছিলেন অভিনয় জগতের অনেকেই।