Home / মিডিয়া নিউজ / দ্রুত ধনী হওয়ার সিস্টেম বলে দিলেন ডিপজল

দ্রুত ধনী হওয়ার সিস্টেম বলে দিলেন ডিপজল

ঢাকাই সিনেমার জনপ্রিয় খল অভিনেতা ডিপজল। নায়ক থেকে খল নায়ক হয়ে তিনি ব্যাপক

জনপ্রিয়তা পান। তার অভিনীত সিনেমাগুলো ছিল ব্যবসা সফল। চলচ্চিত্রে যেমন হিংসরুপী মানুষ

হিসেবে পরিচিত তেমনি এর বাইরে তিনি অতি সাধারণ মানুষ। চলচ্চিত্রের বাহিরে তিনি রাজনীতিবীদ

ব্যবসায়ী হিসেবেও বেশ পরিচিত। এর বাহিরে ডিপজলের সফল খামারী হিসেবেও পরিচিতি আছে।
সম্প্রতি এ বিষয়ে কথা হয় ডিপজলের সাথে। তিনি গভাদী পশু পালন করছেন। তার খামারে ১৫০টির মতো বিদেশী জাতের গুরু আছে। যা দৈনিক ২৫০ লিটার দুধ দেয়। আরও বেশকিছু গরু দেশের বাহিরে থেকে আনবেন বলেও তিনি জানান। গরু পালন নিয়ে অন্য সকল খামারীকেও পরামর্শ দেন।
গরুর খামার দেওয়ার কারণ হিসেবে ডিপজল বলেন, ’প্রতিদিন আমরা নিজেদের প্রয়োজনে অনেক কিছু করে থাকি। নিজের সার্থের কথা যখন আমি চিন্তা করলাম তখন আমি ভাবলাম সকলকে যদি ফ্রেস দুধ দিতে পারি তা হলে তো সকলে খাটি দুধ পাবে। বাজারের দুধের যে পরিমাণ বেজাল থাকে তা থেকে কিছু মানুষের মুক্তির জন্য গরুর খামার তৈরি করি।
গরুর অন্য খামারিদের পরামর্শ দিয়ে ডিপজল বলেন, গরুর খামারের মাধ্যমে অনেকে লাভবান হন। সামলম্বী হতে পারেন। তাই হেলায় সময় পার না করে, গরুর খামার দিলে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারেন।
অক্ষেপ নিয়ে ডিপজল বলেন, একজনের জায়গা আছে সে গরু পালন করতে চায় না। আর একজনের জায়গা নেই সে গরু পালন করতে চায়। এজন্য সরকারের কাছে সাহয্য চাইলেন ডিপজল। যারা গরু পালন করতে চান তারা যদি সরকারের পক্ষ থেকে ঋণ দিলে গরু পালনের সকল সুবিধা পাবেন। তাই সরকারের কাছে অনুরোধ করবো দেশের দুধের চাহিদা পূরণ করতে যারা গরু পালন করতে চান তাদের সুবিধা দেওয়া হোক।
ঢাকাই ছবির তুখোড় এ অভিনেতা গভাদী পশু পালনের বিষয়টি ইতিবাচক দেখছেন। স্বল্প সময়ে সাবলম্বী হতে গেলে গরু পালন শুরু করুন। আমি বলবো খুব অল্প সময়ে সাবলম্বী হতে হলে খামার দেওয়ার কোনও বিকল্প নেই। সূত্র:amadershomoy

About Nusraat

Check Also

‘আমি কোনো ফকিরনি পরিবারের মেয়ে না’, নীলা চৌধুরীকে শাবনূর

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৪ বছর পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত প্রতিবেদন প্রকাশের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *