Home / মিডিয়া নিউজ / ৬৬০ ফুট উচ্চতায় স্কাই ভিউ, গ্লাস ওয়াকে ভীত নিলয়-হৃদি

৬৬০ ফুট উচ্চতায় স্কাই ভিউ, গ্লাস ওয়াকে ভীত নিলয়-হৃদি

তাসনুভা তাবাসসুম হৃদির সঙ্গে ফের ঘর বেঁধেছেন মডেল-অভিনেতা নিলয় আলমগীর। স্ত্রীকে নিয়ে

সংযুক্ত আরব আমিরাতে ছুটি কাটাতে গিয়েছেন নিলয়। সেখানে দর্শনীয় বিভিন্ন স্থান ঘুরে বেড়াচ্ছেন এই যুগল। সোশ্যাল মিডিয়ায় সেসব মুহূর্ত ভাগ করে নিচ্ছেন তারা।

মঙ্গলবার (২৯ মার্চ) নিলয় তার ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটিতে কয়েকটি রাইডে উঠার মুহূর্ত বন্দি করেছেন। তার মধ্যে অন্যতম হলো—প্রায় ২২০ মিটার বা ৬৬০ ফুট উচ্চতায় স্কাই ভিউ।

উচ্চতা বেশি হওয়ায় অনেকটা ভয় পান নিলয়ের স্ত্রী হৃদি। তিনি বার বার প্রশ্ন করেন, ‘এটা কি করতেই হবে, এটা না করলে হয় না?’ নিলয় বলেন, ‘ভয়ের কিছু নাই। এটা জাস্ট লিফটের মতো। তুমি কী সত্যি ভয় পাচ্ছো?’ জবাবে তার স্ত্রী বলেন, ‘আমি তোমাকে একটি সিংহর কাছে নিয়ে গিয়েছিলাম। আর তুমি তারই প্রতিশোধ এভাবে নিতেছো!’

স্কাই ভিউ রাইডের শুরুতে স্ত্রীকে আগে উঠাতে চান নিলয়। কিন্তু আগে যেতে নারাজ হৃদি। বাধ্য হয়ে নিলয় নিজেই আগে উঠে পড়েন। তারপর যাত্রা শুরু করেন হৃদি। উঠেই চিৎকার দেন তিনি। স্কাই ভিউয়ের অভিজ্ঞতা জানিয়ে নিলয় বলেন—‘এই অভিজ্ঞতা খুবই নরমাল।’ অন্যদিকে হৃদি বলেন, ‘যতটা ভয় পেয়েছিলাম ততটা ভয়ের না। আর ওই সময়ে চোখ বন্ধ করে রেখেছিলাম।’

স্কাই ভিউ রাইড শেষ করে গ্লাস ওয়াক করার জন্য যান নিলয়-হৃদি। স্বচ্ছ গ্লাসের ওপর পা রাখতেই পিছিয়ে যান তিনি। আর হৃদি এ দৃশ্য দেখে সেখান থেকে সটকে পড়েন। পরে অবশ্য দুরু দুরু বুকে স্বচ্ছ গ্লাসের ওপর তারা দুজনেই উঠেন।

About Nusraat

Check Also

‘আমি কোনো ফকিরনি পরিবারের মেয়ে না’, নীলা চৌধুরীকে শাবনূর

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৪ বছর পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত প্রতিবেদন প্রকাশের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *