





গত সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বংলা সিনেমার শিল্পী সমিতির সাধারণ সম্পাদক






জায়েদ খান বলেন, শিল্পীদের যোগ্যতা কারও থেকে কম নয়, তাই কারও কাছ থেকে সাহায্য পেতে






শিল্পীদের হাত পাততে হয় না, তাদের যেটা প্রয়োজন হয় সেটা হলো কাজ। কাজ পেলে শিল্পীদের






আরও কোনো চিন্ত করতে হয় না। কিন্তূ সম্প্রতি আমার খুব খরাপ লাগছে এটা দেখে যে, আজ এ দেশের শিল্পীদের হাত পাততে হচ্ছে অন্যর কাছে।
সোমবার রাতে রাজধানীর এফডিসির জহির রায় রায়হান প্রজেকশন হলে ’তুই আমার জান’ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠানে এসব কথা বলেন জায়েদ। এই ছবিতে অভিনয় করছেন আমান রেজা, মৌ খান, মিষ্টি মারিয়া, নাহিদ ইরফান। ছবিটি পরিচালনা করবেন রাকিবুল আলম রাকিব।
অতিথির বক্তব্যে জায়েদ খান বলেন, ’তথ্যপ্রতিমন্ত্রীর সঙ্গে আমার রাতে আলাপ হচ্ছিল। তিনি আমাকে বললেন, জায়েদ ভাই আমাকে হেল্প করেন। আমাকে এফডিসি দেখতে বলা হয়েছে। আমি কীভাবে কি করবো বুঝতেছি না। আমি বললাম আপনি আসেন, আমরা আপনাকে সব ধরনের হেল্প করবো।
তিনি বলেন, ’আমরা রাজপথে নেমেছি চলচ্চিত্রের উন্নয়নে। আমরা চাই প্রযোজক লগ্নিকরা টাকা যাতে ফেরত পায় সেটাই আমাদের লক্ষ্য। যাতে প্রযোজক টাকা ফেরত পায়, আবার লগ্নি করতে আসে। টাকা বিনিয়োগ করতে এসে যেন কেউ অনিরাপত্তা বোধ না করে। মৌসুমী প্রযোজক দ্বারা সিনেমার উন্নয়ন সম্ভব নয়।’
চলচ্চিত্র সংগঠনের এই নেতা বলেন, ’আগে সিনেমা রিলিজ হতো অনেক। এখন সিনেমা কমে গেছে। কারণ প্রযোজক আসছে না। হলের পরিবেশ নেই। তারচেয়ে বড় কথা ভালো সিনেমা হচ্ছে না। আমার মনে আছে এক ঈদে ২৩ টি সিনেমা রিলিজ হয়েছিল। তার মধ্যে রাকিব ভাইয়ের সিনেমা প্রথম হয়েছিল। আমি তখন ইন্ডাস্ট্রিতে আসিনি।’
শিল্পীরা সাহায্যের জন্য হাত পাততে চায় না উল্লেখ করে বলেন, ’ভালো পরিচালক যদি আসে তাহলে ভালো ছবি হবে। আবার ভালো সিনেমা তৈরি হলে প্রযোজক আসবে। প্রযোজক চান মানি ব্যাক গ্যারান্টি। এই গ্যারান্টি পেলেই অনেক সিনেমা তৈরি হবে। শিল্পীরা অনেক বেশি অভিমানী। শিল্পীরা কাজ চায়। শিল্পীরা আর কোনো সাহায্য চায় না, তারা কাজ চায়। কাজ পেলে শিল্পীদের হাত পাততে হবে না।’
এসময়ে বাংলা সিনেমার শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান তথ্যপ্রতিমন্ত্রী মুরাদ হাসানকে উদ্দেশ্য করে আরও বলেন, বাংলার চলচ্চিত্র নিয়ে আপনি কাজ করতে রাজি আছেন কি না এই মহরতে আমাদের সবার সামনে আপনাকে কথা দিতে হবে। এখানে সকল চলচ্চিত্র সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত আছেন তাই আপনি যদি এনাদের সবার সামানে চলচ্চিত্র নিয়ে কাজ করার কথা বলেন তাহলে আমরা কথা দিচ্ছি আমরা আপনাকে সবদিক থেকেই সহায়তা করব।