Home / মিডিয়া নিউজ / ‘শাহরুখ আমার বাবার মতোই’

‘শাহরুখ আমার বাবার মতোই’

বিনোদন ডেস্ক : বলিউড তারকা চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে। সম্প্রতি তিনি ভারতের ফিল্মফেয়ার

ম্যাগাজিনকে সাক্ষাৎকার দিয়েছেন। বেশিরভাগই পরিবার নিয়ে কথা বলেছেন। এরমধ্যে বলিউড বাদশাহ

শাহুরুখ খান আর তার পরিবার নিয়ে কথা বলতে গিয়ে অনন্যা বলেন, শাহরুখ আমার বাবার মতই।

শাহরুখকে ঘিরেই নাকি তার শৈশবের অনেকটা সময় কেটেছে। তার পরিবারকেও দেখতে দেখতে বেড়ে উঠেছেন।

শাহরুখ খানের মেয়ে সুহানার সঙ্গে অনন্যার সম্পর্কটা খুব ভালো। প্রায় সময় তাদের একসঙ্গে দেখা যায়। সাক্ষাৎকারে পরিবার ও অভিনয় নিয়ে বেশ কিছু কথা বলেছেন অনন্যা। সম্প্রতি শাহরুখের ছোট ছেলে আব্রামের সঙ্গে অনন্যার একটি দুষ্টুমির ভিডিও দেখা যায়।

অভিনয় প্রসঙ্গে অনন্যা বলেন, স্টারকিড হলেও অভিনয়ে আসতে তাকে অডিশন দিতে হয়েছে। সম্প্রতি ‘পতি পত্মী অর ওহ’ সিনেমায় দুবার অডিশন দিয়ে চান্স পেয়েছেন বলেও জানান তিনি।

আলোচিত সিনেমা ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ এর সিকুয়াল ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’তে অভিনয় করে তার বলিউডে অভিষেক হতে যাচ্ছে। এই ছবিতে জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি।

About Nusraat

Check Also

‘আমি কোনো ফকিরনি পরিবারের মেয়ে না’, নীলা চৌধুরীকে শাবনূর

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৪ বছর পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত প্রতিবেদন প্রকাশের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *